• ঢাকা
  • শনিবার, ১৬ আগষ্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নাগেশ্বরীতে সাবেক সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৬ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম
নাগেশ্বরীতে সাবেক সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিলের পানি থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে ফজরের নামাজের সময় মসজিদে আসা মুসল্লিরা ক্লিনিক সংলগ্ন একটি বিলের পানিতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে নাগেশ্বরী পৌর এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পাশের বিল থেকে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন প্রধানী ওই ক্লিনিক ভবনের (লেকসিটি) মালিক।

ভবনটির পাশেই গোদ্ধারের বিল এবং একটি গোলঘর রয়েছে, যেখানে তিনি মাঝে মাঝে বসতেন। সেখান থেকেই কিছুটা দূরে পানির নিচে তার মরদেহ পাওয়া যায়। স্বপন প্রধানী ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন