• ঢাকা
  • সোমবার, ১৮ আগষ্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় ৫ শ' শয্যার হাসপাতাল ও মেডিক্যাল কলেজের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম
বরগুনায় ৫ শ' শয্যার হাসপাতাল ও মেডিক্যাল কলেজের দাবীতে মানব বন্ধন ও সমাবেশ

আজ ১৭ আগষ্ট রোববার বরগুনা জেনারেল হাসপাতাল চত্তরে ২৫০ শয্যার হাসপাতালকে ৫ শ' শয্যাায উন্নতি করন সহ বরগুনায় মেডিক্যাল কলেজ প্রতিষ্টার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সাংবাদিক ইউনিয়নের উদ্দোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম,হারুন অর রশীদ রিংকু।

একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃহাসানুর রহমান ঝন্টু, বিএপি নেতা,নজরুল ইসলাম মোল্লা,সাবেক নেতা, ফজলক হক মাস্টার, সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ,বিএনপি নেতা,মনিরুজ্জামান মনির,আ্যাডঃ রেজবুল কবির, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ নারী নেত্রী আসমা আক্তার।

বক্তারা বলেন সুযোগ এবং সম্ভবনা থাকাসত্তেও বিগত সরকারের সময় যারা এখানে জনপ্রতিনিধি ছিলেন তারা হাসপাতালের উন্নয়নে কোন দাায়িত্ব পালন করেননী, বরঞ্চ ভাগে চুরি করেছেন।

যা কিছু অর্জন হয়েছে নাগরিকদের আন্দোলনের কারনে। বরগুনার রাজনৈতিক নেত্ব বৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে বরগুনা জেলার উন্নয়নে কাজ করার ঘোষনা দেন সমাবেশ থেকে।

মানববন্ধনে বক্তব্য কালে বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির বলেন, আমাদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রায় ১২ লক্ষাধিক লোক চিকিৎসা নিয়ে থাকেন।

এখানে নেই কোন আইসিইউ এর ব্যবস্থা। বরগুনার মানুষ অনেক অবহেলিত। বরগুনা একটি মেডিকেল কলেজ স্হাপন আমাদের প্রাণের দাবি। এই হাসপাতালে চিকিৎসক এবং নার্সের অনেক স্বল্পতা। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি শীঘ্রই যাতে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তার এবং নার্স বৃদ্ধি করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন