• ঢাকা
  • সোমবার, ১৮ আগষ্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্ত্রী-মেয়েসহ সাবেক হুইপ আবু সাঈদের ৬২ কম্পানির বিনিয়োগ অবরুদ্ধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৭ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৮ পিএম
স্ত্রী-মেয়েসহ সাবেক হুইপ আবু সাঈদের ৬২ কম্পানির বিনিয়োগ অবরুদ্ধ

সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার স্ত্রী মেহবুবা আলম ও মেয়ে নুযায়মা মাহমুদের নামে থাকা ৬২ কম্পানির বিনিয়োগ অবরুদ্ধ করা হয়েছে। 

রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আবু সাঈদ ও তার স্ত্রী মেহবুবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২টি কম্পানি দুই ২১ হাজার ৫৬৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে। তার স্ত্রী মেহেরা মাহাবুবের দুই কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে।

পাশাপাশি ২৩টি কম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। 

এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাতটি কম্পানির ১৪ হাজার ৯৭২ টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আল আমিন স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন