• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেফটেন্যান্ট শাহরিয়া সাফাতের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল ও আমতলী থানা পুলিশের সদস্যরা এ যৌথ অভিযানে অংশ নেন।

চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং চালকদের হেলমেটসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। অভিযান চলাকালে মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি ও মাহিন্দ্রা তল্লাশি করা হয়।

বিভিন্ন অনিয়মের কারণে ১২টি মামলায় মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও পুলিশের এ যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৈনিক পুনরুত্থান / হাফিজুর রহমান খান, বরগুনা জেলা প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন