বরগুনার বেতাগীতে শিক্ষার্থী ও শ্রমজীবীদের অনুপ্রাণিত করলেন কর্নেল হারুন

আজ বরগুনার বেতাগী উপজেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আশা ও অনুপ্রেরণার বার্তা নিয়ে উপস্থিত হন কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি।
তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং সরাসরি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্নেল হারুন বলেন—
“আমি বিশ্বের নানা প্রান্তে জাতিসংঘের সদর দপ্তরে বক্তৃতা দিয়েছি, কিন্তু এই কক্ষ—এই তরুণ মুখগুলো—আমার হৃদয়ের সবচেয়ে কাছের। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমি তোমাদের চোখে দেখি সততা, সম্ভাবনা আর নেতৃত্বের প্রতিভা।”
তিনি স্মরণ করিয়ে দেন, নেতৃত্ব মানে শুধুমাত্র রাজনীতি নয়—নেতৃত্ব মানে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। সুস্থ দেহেই গড়ে ওঠে বলিষ্ঠ মন।”


শুধু বিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেননি তিনি।
স্কুল পরিদর্শনের পরে কর্নেল হারুন রিকশাচালক, ভ্যানচালক, অটোচালক ও অসহায় মানুষের মাঝে টি-শার্ট বিতরণ করেন—একটি নির্লোভ সংহতির প্রকাশ, যারা প্রতিদিন পরিশ্রম করে সমাজকে সচল রাখে।
এই উদ্যোগ আসে সম্প্রতি তাঁর মাননীয় কৃষি উপদেষ্টার সাথে উচ্চপর্যায়ের বৈঠকের পর, যেখানে তিনি বরগুনার লবণাক্ত মাটি ও সার সমস্যার তীব্রতা তুলে ধরেন এবং কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানান।
কর্ম, সহানুভূতি, ও নিষ্ঠার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন—নেতৃত্ব শুরু হয় মাটির কাছ থেকে।
“চলুন, যারা দেশ গড়ে তোলে—তাদের প্রতিটি হাতকে সম্মান করি,”
তিনি বলেন।
“শিক্ষার্থী, কৃষক, শ্রমিক—এই সবাই মিলে গড়ে উঠুক আমাদের বাংলাদেশ।”


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ক্রীড়া
- কর্নেল হারুন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: