• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নাটোর ‘পৌরসভার পানি’ খেয়ে হাসপাতালে দুই শতাধিক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:২৮ পিএম
নাটোর ‘পৌরসভার পানি’ খেয়ে হাসপাতালে দুই শতাধিক

নাটোর পৌরসভায় আচমকাই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ২১৪ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ নাটোর পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা। 

সরজমিনে দেখা যায়, সেখানকার ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়। চিকিৎসক, নার্স, রোগী, আত্মীয়-স্বজন এবং উৎসুক জনতার ভিড়ে উপচে পড়ছে হাসপাতাল। ভর্তি রোগীদের মধ্যে নারী ও শিশু ওয়ার্ডে ১৪৯ জন এবং পুরুষ ওয়ার্ডে ৬৫ জন চিকিৎসা নিচ্ছেন।

রোগী ও স্বজনরা বলছেন, মঙ্গলবার ও বুধবার রাত পর্যন্ত ডায়রিয়া নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাদের অভিযোগ, নাটোর পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই তাদের পেটে ব্যথা শুরু হয়।

এর মধ্যে পৌরসভার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা ও কাঠালবাড়ি এলাকার বাসিন্দারা বেশি আক্রান্ত হয়েছেন। 

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন আকাশ বলেন, গতকাল পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই তার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়। রাতে পরিস্থিতির অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে ভর্তি করেন। এরপর তিনি দেখতে পান একের পর এক রোগী আসছে।

শহিদুল নামে অপর এক ব্যক্তি জানান, তার শিশুসন্তানকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করেছেন। স্বজনরা বলছেন, মূলত পৌরসভার সরবরাহ করা পানি পান করেই তারা ডাইরিয়ায় আক্রান্ত হয়েছেন। 

খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, নাটোরের সিভিল সার্জন ডাক্তার মো. মুক্তাদির আরেফিন ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছেন।

আজ দুপুরে সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরেফিন বলেন, এখন পর্যন্ত ২১৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আমরা ধারণা করছি— পানি পান করার ফলেই বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

আমরা নমুনা সংগ্রহ করে সেগুলো আইসিডিডিআরবি গবেষণা কেন্দ্রে প্রেরণ করছি। আমাদের পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। রোগীদের চিকিৎসার কোন সমস্যা হবে না।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর হাসপাতাল পরিদর্শন শেষ সাংবাদিকদের জানান, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, পানি ফুটিয়ে না খাওয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।  

নাটোর পৌর প্রশাসক আসমা খাতুন জানান, ঘটনা জানার পর থেকেই আমাদের স্টাফ পৌরসভায় রয়েছে। তারা অতিরিক্ত স্যালাইন ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করছে। পানি বিশুদ্ধিকরণের পর ওই এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পৌরসভা। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন