• ঢাকা
  • বুধবার, ০৬ আগষ্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পছন্দ না হওয়ায় ট্রেন আটকে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২১ পিএম
পছন্দ না হওয়ায় ট্রেন আটকে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী স্টেশন থেকে বরাদ্দ দেওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা। বিক্ষোভের মুখে ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেল স্টেশন ছেড়ে গেছে ট্রেনটি।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বরাদ্দ দেওয়া এ বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় এমন দাবিতে স্টেশনের এক নম্বর প্লাটফরমের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি আটকে দেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিক্ষোভের মুখে ছেড়ে যায় সকাল ৮টা ২৫ মিনিটে। বিশেষ এই ট্রেনটিতে রাজশাহী, পাবনার ঈশ্বরদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা রয়েছে।

বিক্ষোভকারীরা জানান, আজ সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। তারা সকালে স্টেশনে এসে দেখতে পান- যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয়, এবং দ্রুততম সময়ে পৌঁছনো যাবে না।

সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নিয়ে তারা ট্রেনটি আটকে দেন।

পরে বিক্ষোভকারীরা দুইভাগে বিভক্ত হলে উত্তেজনা তৈরি হয়। এরপর একপক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ওই ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন ও অন্যপক্ষ যাত্রা বাতিল করে।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেটি যথেষ্ট মানসম্মত। ভুল বোঝাবুঝি হয়েছিল।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন