• ঢাকা
  • শনিবার, ৩০ আগষ্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পুলিশি হামলার প্রতিবাদে বুয়েটে মশাল মিছিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম
পুলিশি হামলার প্রতিবাদে বুয়েটে মশাল মিছিল

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বুয়েট ক্যাম্পাস থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, ঢাকা পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী সালমান তালিমের প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওযার প্রতিবাদ, প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল হচ্ছে।

এর আগে, গত বুধবার সকাল ১১টার দিকে প্রকৌশলের শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে।

পরে দুপুর দেড়টার দিকে তাদের দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন