• ঢাকা
  • শনিবার, ০২ আগষ্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রতীকী লাশ নিয়ে ‘জুলাই দ্রোহ মিছিল’ ছাত্রশিবিরের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:২৭ পিএম
প্রতীকী লাশ নিয়ে ‘জুলাই দ্রোহ মিছিল’ ছাত্রশিবিরের

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’।

মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়—যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগ সৃষ্টি করে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় মিছিলটি জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নগরীর ব্যস্ততম সড়কে মিছিলটি ছড়িয়ে দেয় প্রতিবাদের ঝাঁজ, যেখানে অংশ নেন জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন—ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী। 

গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়—ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। যারা অতীতে খুন-গণহত্যায় লিপ্ত ছিল, তারাই এখনো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এ দেশে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন—এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন