• ঢাকা
  • শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. জাতীয়

প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৫০ পিএম
প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

বরগুনার তালতলীতে একটি মসজিদের নামে সরকারি বরাদ্দের চাল তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশের বিরুদ্ধে। 

জানা যায়, তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া জামে মসজিদের নামে ২০২৩-২৪ অর্থ বছরে খাদ্য সহায়তা (জিআর) প্রকল্পের ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়। তালতলী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপান্তরের পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম গোপনে উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। 

স্থানীয় মুসল্লীরা জানান, বাঁশবাড়িয়া জামে মসজিদ কমিটির সদস্য না হয়েও খাইরুল ইসলাম গোপনে মসজিদের নামে ১ টন চাল বরাদ্দ নেন। কিন্তু স্থানীয় মুসল্লী এবং মসজিদ কমিটিকে না জানিয়ে গোপনে টাকা আত্মসাৎ করেছেন। সরেজমিনে গিয়ে স্থানীয় মুসল্লী ও মসজিদ কমিটির সাথে কথা বলে জানা যায়, বরাদ্দের চাল সম্পর্কে কেউই অবগত না স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।

মসজিদের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবিও করেছেন তারা। বাঁসবাড়িয়া জামে মসজিদের জমি দাতা ও সাবেক ইউপি সদস্য মোঃ জালাল বলেন, গতকাল জানতে পেরেছি সাংবাদিক খাইরুল এই মসজিদের নাম দিয়ে এক টন চাল উত্তোলন করছে। তবে এ ব্যাপারে আমরা মসজিদ কমিটির কেউই অবগত না তিনি একজন বাটপার, চিটার তার কাজই হচ্ছে এগুলা করা। বাঁশবাড়িয়া জামে মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন জানান, মসজিদের নাম দিয়ে চাল উঠানোর ব্যাপারে আমরা কেউই অবগত না। তবে কয়েকদিন হল জানতে পেরেছি। মসজিদের সামনেই বাড়ি খায়রুল ইসলাম আকাশ নামে এক সাংবাদিকের। তিনি মসজিদ দেখিয়ে এই চাল উত্তোলন করেছে।

এই মসজিদটি একেবারেই ভাঙ্গাচোরা, চাল আত্মসাৎ কারীর কঠিন বিচার চাই। তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, এই সাংবাদিক খাইরুল ইসলাম প্রভাব বিস্তার করে উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানদের জিম্মি করে সুবিধা নেন। এ ছাড়াও বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তার এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

অভিযুক্ত তালতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম আকাশ চাল উত্তোলন কথা স্বীকার করে বলেন, মসজিদের চাল দিয়ে দিয়েছি। তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ জানান, খাইরুল ইসলাম আকাশ নামের এক সাংবাদিক জুন মাসে (জিআর) প্রকল্পের ১ টন চাল উত্তোলন করেছে বাঁশবাড়িয়া জামে মসজিদের নামে। এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোন কেটে দিয়ে মিটিংয়ে আছেন বলে খুদে বার্তা দেন।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন