বরগুনায় বিএনপি'র সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি উদ্ভোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি শুভ উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি।


১৫ আগষ্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় হোটেল সি ভিউ অডিটোরিয়ামে বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মো. ফিরোজ -উজ জামান মামুন মোল্লা, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিম,বরগুনা জেলার সদস্য মো. সাইফুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিম,বরগুনা জেলার সদস্য ইন্জিনিয়ার মো. জামাল হোসেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন হাসান শাহীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াসি মতিন সহ বরগুনা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন,ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও তাদের দোসরদের হাতে কোনভাবেই ফরম দেয়া যাবে না। যদি কোন ব্যক্তি এদেরকে সদস্য ফরম দেয় তবে তার সদস্য পদ বাতিল করা হবে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বরগুনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক হাওলাদার।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: