বরগুনায় যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তানভীরের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ

বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সদ্য বরখাস্ত হওয়া সাবেক চেয়ারম্যান অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে পরিষদে সংরক্ষিত প্রায় ২০-২৫ হাজার ইট চুরির অভিযোগ উঠেছে।


খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন রাস্তা সংস্কারের সময় পুরাতন ইট এনে জমা রাখা হয় পরিষদের মাঠের পশ্চিম পাশে। ২০-২৫ হাজার ইট নিলামের বিক্রির কথা থাকলেও সাবেক চেয়ারম্যান তানভীর বরখাস্ত হওয়ার পর তা বিক্রি না করে বর্তমান প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান ও সচিব ওমর ফারুকের সহযোগিতায় ইটগুলো তার বাসার সামনে নিয়ে তড়িঘড়ি করে ইট ভাঙ্গা মেশিন বসিয়ে খোয়া তৈরি করে ফেলেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন,২০-২৫ হাজার ইট দু'এক ঘন্টায় নিতে পারেনি, সারাদিন বসে নিয়েছে। সচিব, চেয়ারম্যান সবাই জানে। তাদের চোখের সামনে থেকে ইট নিয়ে যায় তারা বাধা দেয়নি কারণ তারাও এই চুরির সাথে জড়িত।
নাম প্রকাশ না করার শর্তে গ্রাম পুলিশের একাধিক সদস্য বলেন, এখানে ২০ থেকে ৩০ হাজার ইট ছিল। এগুলো তানভীর চেয়ারম্যান নিয়ে গেছে।
ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) আবুল হোসেন বলেন, গৌরীচন্না হেমায়েত বিশ্বাসের বাড়ি হইতে রহমান মোল্লার বাড়ি পর্যন্ত ইট উঠিয়ে নিয়ে গেছে তানভীর চেয়ারম্যান। আমি অন্য রাস্তায় দিতে চাইলে তিনি বলেছেন এগুলো দিয়ে পাইপ তৈরি করা হবে।
ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড) মোঃ জসিম উদ্দিন বলেন,আমি প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান এর কাছে শুনেছি ইট তানভীর চেয়ারম্যান নিয়ে গেছে।


ইউপি সচিব ওমর ফারুক বলেন, ইট যারা নিয়েছে আমি তাদের কাউকে চিনিনা। কোথায় নিয়েছে তা আমার জানা নেই। প্যানেল চেয়ারম্যান জানলে জানতে পারেন।
২নং গৌরিচন্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ইটগুলো কে নিয়েছে আমি জানিনা। ২০-২৫ হাজার সরকারি ইট পরিষদ থেকে চুরি হয়েছে এটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মেম্বারদের জানিয়েছি।
গৌরীচন্না ইউনিয়নের সদ্য বরখাস্ত চেয়ারম্যান এড. তানভীর আহমেদ সিদ্দিকী পালাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- যুবলীগ নেতা
- ইট চুরি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: