• ঢাকা
  • শনিবার, ১৬ আগষ্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত নেপথ্যের হোতারা অধরা : বগুড়ায় প্রতিবাদ সমাবেশে রাষ্ট্রীয় নিরাপত্তা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
সাংবাদিক তুহিন হত্যায় জড়িত নেপথ্যের হোতারা অধরা : বগুড়ায় প্রতিবাদ সমাবেশে রাষ্ট্রীয় নিরাপত্তা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বক্তারা বলেন, এই সরকার দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ।

গাজীপুরে সাংবাদিক তুহিন এবং বগুড়ায় হামলার শিকার সাংবাদিক নজরুল ইসলাম দয়াকে নিরাপত্তা দিতে পারেনি। পুলিশের দায়িত্বহীনতাও একটি অপরাধ। তুহিন হত্যায় জড়িত নেপথ্যের হোতারা এখনও অধরা। গাজীপুরের পুলিশ সবই জানে, কারা অপরাধ ঘটাচ্ছে। তাদের সঙ্গে সখ্যতা এবং গোপন লেনদেন আছে মনে হচ্ছে। এজন্যই খুনিরা পুলিশ ভ্যানে প্রকাশ্যে সিগারেট ফুকায়, দাঁত কেলিয়ে হাসার সুযোগ পেয়েছে। 

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকের ওপর হামলা করে অনেকে ব্যক্তিগত ঘটনা হিসেবে চিহ্নিত করতে চায়। সংবাদকর্মীর ব্যক্তিগত বলে কিছু থাকে না। কোনো ট্যাগ দিয়ে বা ব্যক্তিগত ব্যাপার রটিয়ে হামলা করা হলে প্রতিরোধ করা হবে। সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিপদগ্রস্ত হয়ে অস্তিত্ব রক্ষার স্বার্থে ফ্যাসিস্টের সঙ্গে মিশতে বাধ্য হয়েছিল। 

গত বুধবার বিকেলে বগুড়া শহরের শহিদ খোকন পার্ক কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাব। সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও হয়রানি প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। 

বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও দৈনিক মানবজমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি। উপস্থিত ছিলেন জেলা অনলাইন প্রেস ক্লাবের সম্পাদক মণ্ডলীর সদস্য এমএ মতিন, এসএম দৌলত, সাফায়াত সজল, এমদাদুল হক রনি, আশরাফুল ইসলাম রহিত, রসুল খন্দকার, সাদিকুর রহমান, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নন্দীগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু, শাজাহানপুর অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক শিবলু রহমান, সদস্য সচিব এমএ মহিউদ্দিন, মাসুদ রানা, তৌহিদ মন্ডল, মহসীন আলী, রাকিবুল হাসান প্রমূখ। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন