• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০

Advertise your products here

  1. বিনোদন

সাইফকে কেন বিয়ে করেছিলেন কারিনা, জানালেন ‘আসল’ সত‍্যি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম
সাইফকে_কেন_বিয়ে_করেছিলেন_কারিনা_জানালেন_আসল_সত‍্যি
ফাইল ফুটেজ

২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন‍্যতম সেরা জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। যদিও তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন দু’জনে।

কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন তারা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে গোপন কথা ফাঁস করেছেন বেবো।

ভারতীয় একটি সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে কারিনা জানিয়েছেন সাইফ এবং তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

কারিনার কথায়, সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম। ২০১৬ সালে সাইফ এবং কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। 

সাক্ষাত্‍কারে বেবো এও জানান তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন। কারিনা বলেন, তিনি তাঁর সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জেহর ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন