• ঢাকা
  • বুধবার, ১৩ আগষ্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্বচ্ছ রাজনীতি শান্তি ও উন্নতির পূর্বশর্ত বলেন কর্নেল (অবঃ) হারুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৮ পিএম
স্বচ্ছ রাজনীতি শান্তি ও উন্নতির পূর্বশর্ত বলেন কর্নেল (অবঃ) হারুন

আমি আমার জীবন কাটিয়েছি সেবায় — ২৬ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে, আরও ২২ বছর জাতিসংঘে। এই দীর্ঘ অভিজ্ঞতার একটি চিরন্তন শিক্ষা হলো: স্থায়ী শান্তি ও প্রকৃত উন্নয়ন কেবল বিশ্বাসের ওপরই দাঁড়াতে পারে। আর সেই বিশ্বাস কেবল গড়ে ওঠে যখন রাজনীতি হয় স্বচ্ছ।

স্বচ্ছ রাজনীতি শুধু একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়; এটি একটি নৈতিক দায়িত্ব। এর মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে প্রকাশ্যে, গোপন দরজার আড়ালে নয়। এর মানে নেতৃত্ব জবাবদিহিমূলক হবে, সম্পদ সৎভাবে ব্যবস্থাপনা করা হবে, এবং জনগণের কণ্ঠস্বরকে ভয় বা পক্ষপাত ছাড়াই সম্মান জানানো হবে। স্বচ্ছতার অভাবে দুর্নীতি ফুলে-ফেঁপে ওঠে, বিভাজন গভীর হয়, আর কৃষক, শ্রমিক ও যুবকদের স্বপ্ন ভেঙে যায়।

যখন শাসনব্যবস্থা স্বচ্ছ হয়, তখন কৃষকরা ঘুষ বা শোষণ ছাড়া ন্যায্য মূল্য পান। আমাদের যুবসমাজ মাদকের হাত থেকে সুরক্ষিত থাকে, তারা শিক্ষা ও সুযোগ পায়, এবং জ্ঞান ও সততার সঙ্গে নেতৃত্ব দেওয়ার অনুপ্রেরণা লাভ করে। তখন সমাজ প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হয়ে একটি উন্নত ভবিষ্যৎ গড়তে একসাথে কাজ করে।

আমি দেখেছি—যখন নাগরিকরা তাদের নেতাদের ওপর আস্থা রাখে, তখন জাতি উন্নতির পথে এগিয়ে যায়; আর যখন সেই আস্থা ভেঙে যায়, তখন জাতি হোঁচট খায়। আমাদের বাংলাদেশে রয়েছে প্রতিভা, সম্পদ এবং অদম্য মনোবল। কিন্তু এর জন্য আমাদের পথ হতে হবে স্বচ্ছতা, আর চর্চা হতে হবে জবাবদিহিতা।

যদি আমরা স্বচ্ছতাকে বেছে নেই, আমরা শান্তিকে বেছে নেই। যদি আমরা শান্তিকে বেছে নেই, আমরা উন্নতিকে বেছে নেই। একসাথে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারি, যেখানে মর্যাদা প্রতিটি নাগরিকের অধিকার, আর যেখানে ঐক্য, বিভাজন নয়, আমাদের জাতীয় যাত্রার পরিচয় হয়ে দাঁড়ায়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন