• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

Advertise your products here

  1. রাজধানী

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২২ জন, মৃত্যু নেই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১০ পিএম
২৪-ঘণ্টায়-করোনায়-আক্রান্ত-আরও-২২-জন-মৃত্যু-নেই
ফাইল ফুটেজ

২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আরও হয়েছে ২২ জন। যার ফলে মোট 'করোনা শনাক্ত' রোগীর সংখ্যা এখন ২০ লক্ষাধিক ৩৭,২৩০ জন। এ সময়ে কারো মৃত্যু খবর পাওয়া যায়নি করোনায়।

তাই করোনায় মোট মৃত্যু আগের মতোই ২৯,৪৪০ জনই থাকছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এসব তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৯ জন গত ২৪ ঘণ্টায়। ফলে এখন পর্যন্ত মোট ১৯ লক্ষাধিক ৮৮,২৬১ জন সুস্থ হয়েছেন।

নমুনা সংগ্রহ করা হয়েছে ৪,৮১৮টি গত ২৪ ঘণ্টায়। যার মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪,৮১৭টি। শনাক্তের হার ছিল ০.৪৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৪১ শতাংশ।

বহির বিশ্বে এই প্রাণঘাতী মহামারি ২০১৯ এর শেষের দিকে প্রথম চীনে দেখা গেলেও দেশে ৩ জনের দেহে প্রথম 'করোনাভাইরাস' শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। যার ১০ দিনের মধ্যেই ১৮ই মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু ঘটে করোনাভাইরাসের কারণে । ২০২১ সালের ৫ এবং ১০ আগস্ট সর্বাধিক ২৬৪ জন মারা যান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন