‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি কয়েকদিন আগেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার সন্তানদের নিয়ে কেউ যেন ভিউ বাণিজ্য না করেন। অভিনেত্রী বরাবরই চেয়েছেন, দুই সন্তানকে লোকচক্ষুর আড়ালে রেখে বড় করে তুলতে।


তবে বছরে একবার সন্তানের জন্মদিন ধুমধাম করেই উদযাপন করেন পরী। গত ১০ আগস্ট ছিল ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন। ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি অভিনেত্রী।
সবকিছুই ঠিক ছিলো কিন্তু ছয়দিন পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, অতিথিদের মধ্যে অনেকেই ব্যক্তিগত অনুষ্ঠানটি ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার করছেন। যা দেখে বেজায় চটেছেন পরী।
শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমুত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’
এরপর পরীমণি লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরণের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’


এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে পরী জানান তার ছেলে জ্বরে ভুগছেন।
ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কু ত্তার বাচ্চা গুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।’


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ঢাকাই সিনেমা
- চিত্রনায়িকা
- পরীমণি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: