• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম
আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন

রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ওই সনদের আইনি পরামর্শ গ্রহণে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে। এরপর চূড়ান্ত মতামতের জন্য তা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশন বৈঠকে জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শসমূহ বিশ্লেষণ করা হয়। এ সময় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়।

রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর বিষয়ে একমত প্রকাশ করেন কমিশনের সদস্যরা।

উল্লেখ্য, জাতীয় সনদ চূড়ান্ত করতে ইতিমধ্যে ২৮টি রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিকভাবে সভা করেছে ঐকমত্য কমিশন। এই প্রক্রিয়ায় কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে মতামত আহ্বান করে এবং ২৬টি দলের পক্ষ থেকে মতামত পাওয়া যায়।

চূড়ান্ত খসড়াতেও সনদের তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ঐকমত্য ও সিদ্ধান্ত হওয়া প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকবে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। 

তবে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জুলাই সনদে উল্লেখ থাকবে না। আলাদাভাবে এ সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি গঠিত সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।

ছয় মাস মেয়াদ শেষে কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন