• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগষ্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে দীর্ঘ দিন ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সেবা গ্রহিতারা পড়েছে চরম দুর্ভোগে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০২ পিএম
আত্রাইয়ে দীর্ঘ দিন ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সেবা গ্রহিতারা পড়েছে চরম দুর্ভোগে

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সেবা গ্রহিতারা পড়ছে চরম দুর্ভোগে । উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় দীর্ঘ সময় লাগছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

জানা যায়, এ উপজেলায় ৯ মাস থেকে এসিল্যান্ড এবং দুই মাস থেকে ইউএনও’র পদ শূন্য রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর তদানীন্তন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন অন্যত্র বদলি হওয়ার পর থেকে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন গত ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এ পদটিও শূন্য হয়ে যায়।

বর্তমান রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভূমি সেবায় দেখা দিয়েছে চরম স্থবিরতা।কিছুটা খুড়িয়ে চলছে প্রশাসনিক কাজ। 

জমি খারিজ-নামজারিসহ জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে সেবা গ্রহিতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরী প্রয়োজনে জমি বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। তারা তাদের জমি খারিজ করতে দীর্ঘ বিলম্ব হওয়ায় কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারছেন না বলে অনেক ভুক্তভোগীর অভিযোগ।
একটি জমির কাগজপত্র প্রস্তুত করার জন্য দিনের পর দিন ঘুরেও কাজ হচ্ছে না। এ নিয়ে উপজেলার অনেক গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

ব্রজপুর গ্রামের লুৎফর মন্ডল বলেন, জমির খারিজ বা নামজারি করতে দীর্ঘ সময় পার হওয়ায়  জরুরী প্রয়োজনে কেউ জমি বিক্রি করতে না পাড়লে। আমার মত অনেককে চরম সমস্যার মধ্যে পড়তে হবে। এ সমস্যার দ্রুত সামাধান হওয়া প্রয়োজন।
সিংসাড়া গ্রামের আমিরুল ইসলাম বলেন, এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় আমার একটি মিসকেসের জন্য জমি ঠিক করতে পারছিনা।৫ মাস হয়ে গেলো কতবার এসেছি তার ঠিক নেই। ভূমি অফিসে কর্মরতদের বললে বলে এসিল্যান্ড স্যার না এলে কিছু করা সম্ভব নয়।

আত্রাই উপজেলার দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে চ্যালেঞ্জ থাকলেও সরকারি দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু এসিল্যান্ডের ট্রেনিং চলছে। আশা করা যায় উর্ধ্বতন  কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে এখানে এসিল্যান্ড নিয়োগ দেবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন