তিস্তায় ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে 'জশনে জুলুস' পালিত

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা,মুস্তফী তে পবিত্র 'ঈদে মিলাদুন্নবী' উপলক্ষে ' জশনে জুলুস' (আনন্দ শোভাযাত্রা) পালিত হয়।


আনন্দ শোভাযাত্রাটি তিস্তা, মুস্তফী এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে অনুষ্ঠিত হয়।তাছাড়া, তিস্তায় ইসলামী জ্ঞান অন্বেষণাগারের পরিচালক মো:মুস্তায়ীন বিল্লাহ্ র বিশেষ উদ্যোগে সকল ধর্মপ্রাণ মুসল্লী এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শৃঙ্খলার সাথে মোস্তফী বাজারের পাশ ঘেঁষে রায়হানের মোড় হয়ে তিস্তা বাজার (আনুমানিক ৭ কি.মি.) আনন্দের সাথে ধর্মীয় স্লোগানে পথ মুখরীত করে তোলে।
প্রায় ১৫০০ বছর আগে মানব জাতীর জন্য রহমত হিসেবে ৫৭০ সালের এই দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর আবির্ভাব হয়। আজকের দিনটি মুসলিম উম্মহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা:)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষ্যে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশও নানা কর্মসূচি ঘোষণা করেছে। দিবসটি উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ঈদে মিলাদুন্নবী
- লালমনিরহাট
- জশনে জুলুস
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: