কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘরে ঢুকে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ৪সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি ( কল্লাকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের নাম পাখি আক্তার (২৮)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী সোহাগ হাওলাদার বিদেশ থাকায় নিহত পাখি আক্তার তার সন্তানকে নিয়ে ওই বাড়িতেই একা থাকতেন। তিনি প্রতিদিন এর ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষ ছোট্ট সন্তান আইজানকে নিয়ে ঘুমিয়ে পড়েন । হঠাৎ প্রতিবেশীরা ভাইজানের চিৎকারের শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং আইজানের মুখ থেকে শুধু মা, মা শব্দ বের হয়।
প্রতিবেশীরা আইজানদের বাড়িতে ছুটে গেলে তার মায়ের কুপিয়ে হত্যা করা নিথর দেহ দেখতে পায়।
পরে প্রতিবেশীরা কালকিনি থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এবং নিহত পাখির চাচী স্বাশুরী পলি বেগমকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয়।


এ বিষয়ে নিহত পাখির মামা শশুর আবদুর রহমান বলেন, কয়েক বছর ধরে পাখির চাচা শ্বশুর শাহাদাত হাওলাদারের সাথে একটা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় সালিশ গণ সেই জমি মীমাংসা করে দেয় এবং সেই জমি পায় পাখির স্বামী সোহাগ হাওলাদার। পাখির চাচা শ্বশুর শাহাদাত হাওলাদার তাদের বাড়িঘর বেশ কয়েক বার ভাঙচুর করেছে। এবং তাদের সাথে জমিজমা সংক্রান্ত একটি মামলাও চলছে।
এ বিষয়ে নিহতের শাশুড়ি নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে। তিনি খুনের ঘটনায় তার দেবর সাহাদাত হাওলাদর ও তার স্ত্রী পলী বেগমকে দায়ী করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কালকিনি
- কুপিয়ে হত্যা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: