• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কৃষকের মুখে হাসি, সোনালি আঁশের সুদিন ফিরতে শুরু করেছে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
কৃষকের মুখে হাসি, সোনালি আঁশের সুদিন ফিরতে শুরু করেছে

দেশের অন্যতম অর্থকরী ফসল ‘সোনালি আঁশ’ খ্যাত পাট এখন ওঠতে শুরু করেছে জেলার বিভিন্ন হাট-বাজারে। মৌসুমের শুরুতে সন্তোষজনক দাম পেয়ে আংশিক খুশি কৃষকরা। তবে সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহখানেকের ব্যবধানে পাটের দাম কমেছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

প্রকারভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। তবে কৃষকরা বলছেন, আগের সপ্তাহে এ দাম ছিল ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা। ফলে দাম কমে যাওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন চাষিরা। তাদের অভিযোগ,ব্যবসায়ীর ‘সিন্ডিকেটের’ কারণেই দাম  কমানো হয়েছে।

পাট চাষিরা বলছেন, প্রতি বিঘা পাট চাষে হালচাষ, বীজ, সার, সেচ, শ্রমিক, কীটনাশক, জাগ দেওয়া ও কাটা-মাড়াইসহ মোট খরচ পড়ে ১১ থেকে ১৪ হাজার টাকা। সাধারণত বিঘাপ্রতি জমিতে ফলন হয় প্রায় ৭ থেকে ১০ মণ। গত বছর পাটের দাম ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ। সেই তুলনায় এবার কিছুটা ভালো দাম মিললেও বাজারে অনিশ্চয়তা থাকায় চাষিরা সন্তুষ্ট নন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং করছি। এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শুনে সে অনুযায়ী আমরা পাট চাষ বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।’

জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এ বছর তিন হাজার ৪১০ হেক্টর জমি থেকে ৯ হাজার ৬৮৫ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার বাজারমূল্য অন্তত ৭২ কোটি ৬৩ লাখ টাকার বেশি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন