খুলনায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে খুলনা নগরীর ডাকবাংলোয় জাতীয় পার্টি অফিসটি ভাঙচুর করা হয়।


ভাঙচুরের পর পার্টি অফিসের সব মালপত্র লুটপাট হয় দাবি করে জাপার মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল এমনকি সাইনবোর্ডে ব্যবহৃত লোহালক্কড়ও লুটপাট করে নিয়ে যায়।’
তবে এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই উল্লেখ করে জাপার এ নেতা বলেন, ‘আমরা তো এই মুহূর্তে একটু নাজুক অবস্থায় আছি, দেখি কী করা যায়।
এদিকে ঘটনার পরপরই সেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল সহকারে নগরীর ফেরিঘাট মোড়ে গিয়ে অবস্থান করেন। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন, টায়ারে এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের প্রতিকৃতিতে
অগ্নিসংযোগ করে কর্মসূচি শেষ করেন।


গণ অধিকার পরিষদের খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার,স্বরাষ্ট্র উপদেষ্ঠার পদত্যাগ এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে খুলনা নগরীর ডাকবাংলো ফেরিঘাট মোড় থেকে গণ অধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সামনে বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিস গুঁড়িয়ে দেয়।
জাতীয় পার্টির অফিসের ভেতর দেশি অস্ত্র, রড, শাবল, চাপাতি, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। যা মিডিয়ার সামনে তৎক্ষণাৎ উপস্থাপন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান জি এম কাদের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করেন এবং নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কেএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘বিকেলে গণ অধিকার পরিষদের মিছিল থেকে জাতীয় পার্টির অফিসটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে কেএমপির সদর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশ শেষে মিছিল সহকারে গণ অধিকার পরিষদের মিছিল ডাকবাংলোয় গিয়ে জাতীয় পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করে। তবে সেদিন পুলিশি বাধায় পিছু হটেন গণ অধিকারের নেতাকর্মীরা।
ওই দিনও তারা সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাট মোড়ে ব্লকেট কর্মসূচি ও টায়ারে আগুন জ্বালান।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- খুলনা
- জাতীয় পার্টি
- অফিস ভাঙচুর
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: