• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়দের ডাকা সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়। দুপুরের পর থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ আন্দোলন চলছে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।

ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, আমাদের ট্রাকে থাকা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে। এভাবে বসে থাকা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এক বাসচালক বলেন, মালিক ও যাত্রী দুদিক থেকেই আমাদের উপর চাপ পড়ছে। অথচ সমস্যার সমাধান করা প্রশাসনের দায়িত্ব।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন। বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতায় রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি অচল হয়ে পড়েছে। যাত্রীদের ভোগান্তি লাঘবে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন