• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:২৯ পিএম
নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভুক্তভোগীসহ তাকে আটক করা হয়। তিনি মাঝকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

ভুক্তভোগী উপজেলার রায়পুর ইউনিয়নের একটি বিদ্যালয়ের ছাত্রী। 

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ১/৯/২০২৫)। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভুক্তভোগী বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন একই এলাকার মো. ফরিদ মোল্লাসহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফরিদ মোল্লা নিষিদ্ধ ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন