• ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নিখোঁজের ৮ দিন পর পুকুরে মিললো অটোরিক্সা চালকের মরদেহ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
নিখোঁজের ৮ দিন পর পুকুরে মিললো অটোরিক্সা চালকের মরদেহ

বগুড়ার শেরপুর উপজেলায় অটোরিক্সা চালক আবু বক্কর (৩৭) এর লাশ নিখোঁজের ৮ দিন পর স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আবু বক্কর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর আড়াইটার দিকে আবু বক্কর অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ২ আগস্ট তার স্ত্রী মোছাঃ ফুলমালা খাতুন শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন রাতেই উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে তার অটোরিক্সার শুধু বডি উদ্ধার হয়।

এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে ৯ আগস্ট (মঙ্গলবার) দুপুরে কেল্লাপশি বাগড়া রোডের পাশের বস্টুমী পুকুরে কয়েকজন শিশু তাল কুড়াতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মরদেহটি গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পরে নিহতের মামাতো ভাই আবু সাঈদ মরদেহ শনাক্ত করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন