নুরের ওপর আঘাত ন্যক্কারজনক ঘটনা : প্রেস সচিব
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: শনিবার, ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৪৫ এএম

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নুরের ওপর আঘাত খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এটার নিন্দা করি। এই পুরো জিনিসটা আমরা তদন্ত করবো।’


শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নুরুল হক নুরকে দেখে এসে সাংবাদিকদের এসব কথা জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, ‘আমি জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। নুরের নাকে এবং চোখের পাশে আঘাত পেয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং উনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে পর্যবেক্ষণে রাখবেন। আরও কিছু কিছু টেস্ট আছে সেগুলো করবেন।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নুর. আঘাত
- প্রেস সচিব
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: