নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন

নেশার টাকা না পেয়ে হরেন্দ্রনাথ বৈদ্য নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে সুপ্রিয় বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন সুপ্রিয়।
নেশা করার জন্য বাবার কাছ থেকে টাকা চাইতেন। এ নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো। শনিবার রাতেও বাবার কাছে টাকা দাবি করেন সুপ্রিয়। কিন্তু হরেন্দ্রনাথ টাকা দিতে অস্বীকার করেন।
এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়।
এরই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে কোপ মারেন ছেলে। গুরুতর জখম হয়ে হরেন্দ্রনাথ বাড়ির উঠানেই লুটিয়ে পড়েন। বাবাকে খুনের পর কিছুক্ষণ গ্রামে এদিক-ওদিক ঘুরে বেড়ান ছেলে।
বাড়িতে শুধু বাবা-ছেলেই থাকতেন। তাই প্রথমে খুনের কথা কেউ টের পায়নি। তবে প্রতিবেশীরা খোঁজখবর নিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করেন।


হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩
গভীর রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল।
কিন্তু চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। পরে ছেলেকে গ্রেপ্তার করে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- নেশা
- টাকা
- কুপিয়ে খুন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: