পটুয়াখালীতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এফপিএবি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
জেলা বিএনপির নেতা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. সাইফুল আজম রঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দল সাধারণ মানুষের কল্যাণে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রেরণায় গড়ে উঠেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে চাই, তারই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।”
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. নিপু, ডা. মসি, ডা. জিয়া,পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন, পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির,জেলা বিএনপি নেতা মোফাস্বের আলী খান দুলাল,জিয়াউল হক ফারুক,ফখর উদ্দিন খান,অ্যাডভোকেট মোশাররফ হোসেন,বশির আহমেদ মৃধা,মনিরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন বাচ্চু,ছিদ্দিকুর রহমান,বিএনপির মিডিয়া সেলের সদস্য মনজুর মোর্শেদ রিকি সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।


দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: