পাঁচবিবির বাগজানায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে তিন ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (৮সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন, অফিস সহকারী মো. সুমন হোসেনএবং পাঁচবিবি থানার চৌকস পুলিশ সদস্য এস আই আসাদুজ্জামান।
অভিযানে মেহেরুন ফার্মেসিকে এক হাজার টাকা, তানিয়া ফার্মেসিকে এক হাজার টাকা এবং শাহীন ফার্মেসিকে পাঁচশত টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করা হয় ২০২৩সালের আরপিও আইনের ৪০(খ) ধারায়।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পাঁচবিবি
- মেয়াদোত্তীর্ণ ওষুধ
- ফার্মেসি
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: