• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৩ পিএম
পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লক্ষ ১৩ হাজার টাকার  মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। অদ্য ১৭ জুলাই ২০২৫  ইংরেজি তারিখে রোজ বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ মে ২০২৫ তারিখ হতে ১০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫ টি গাঁজা গাছ (১০ টুকরো, ২ কেজি ৯০০ গ্রাম) সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর এবং জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা এবং ১ টুকরো গাঁজা গাছের অংশ বিশেষ সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়। 

পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনা স্মারক নং ১০০৭ তারিখ ১৫ জুলাই ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৪ লক্ষ ১৩ হাজার ৭ শত টাকা মূল্যের ১৫০ পিস ইয়াবা, ৮ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ৫ টি গাঁজা গাছের ৯ টি টুকরো ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। 

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য ১৭ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাথরঘাটা, বরগুনা এর উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন