প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয়। শিশুকে গড়ে তোলতে শিক্ষক এবং বিদ্যালয় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মা ও অভিভাবক সচেতনতা আরও অধিক গুরুত্বপূর্ণ।


বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা আরও বেশি জরুরী। এ ক্ষেত্রে শিক্ষক,অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগী হিসেবে কাজ করতে হবে। শিক্ষিত শিশুটি সুশৃঙ্খল সমাজ গঠনে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্ধকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা মায়ের ভূমিকা গুরুত্ব অপরিসীম।
বিশেষ করে একজন দায়িত্বশীল মায়ের জোরালো প্রচেষ্টায় তার ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। এজন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করণসহ তাদের লেখা পড়ায় তাদের মনোযোগী করতে বাবা মায়ের দায়িত্বশীল ভূমিকা পালন ও সচেতনায় অধিকতর গুরুত্বারোপ করে বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে হবে এবং পাঠদান পরিবেশ সুন্দর ভাবে চলমান রাখতে হবে বলে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস এ কথা বলেন।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক ও মা সমাবেশ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও এসএমসি কমিটির সভাপতি মো:খাইরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরকার এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম,নাদিরা বেগম,নলডাঙ্গা হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও সাদুল্লাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন । এছাড়া শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বক্তব্যে রাখেন,কাজল রেখা,শামীম ঢালী ও রফিকুল ইসলাম।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- প্রাথমিক বিদ্যালয়
- সমাবেশ অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: