বরগুনায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি চাষাবাদের চেষ্টা

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের মোঃ শাহনেওয়াজ মুন্সির জমিতে কোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি চাষাবাদের চেষ্টা এবং ধানের বীজ নষ্ট করেছেন একই গ্রামের মোল্লা ও মুসুল্লি পরিবার।


মোল্লা ও মুসুল্লি পরিবার প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ রামদা, দা, লাঠি সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মুন্সী পরিবারের জমির উপরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক চাষাবাদ করতে যায় এমন অভিযোগ করেছেন মুন্সী পরিবার । মুন্সী পরিবার থানা পুলিশের সহায়তা নেয়। থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুই পক্ষকে নিয়ে কাগজপত্র দেখে আদালতের রায় মেনে কার্যক্রম করার নির্দেশ দেন।প্রতি পক্ষ থানার আদেশ না মানায় জমির মালিক মুন্সী পরিবার দ্রুত বিচার আইনে ২০ জন কে আসামি এবং আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মুন্সী পরিবারের শাহনেওয়াজ মুন্সী বলেন, জমিটি আমরা ১৯৪২ সালে নিলাম কিনেছি। নিলাম করার পরে আমাদের নামে ০৩ টি রেকর্ড করা আছে। দীর্ঘ ৮৩ বছর ধরে জমিটি আমাদের ভোগ দখলে আছে। প্রতিপক্ষ জমির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত তাদেরকে একটি নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞা স্পষ্ট উল্লেখ করা আছে যে যার অবস্থানে আছে সেই অবস্থানে থাকবেন।প্রতিপক্ষ আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক আমার অনেক ফসল নষ্ট করেছে এবং জমিতে চাষাবাদ করতে আসেন।তারা দেশের প্রচলিত আইন মানেন না।
প্রতিপক্ষ মোল্লা এবং মুসল্লী পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা জমিতে বীজ রোপন করতে গেলে প্রতিপক্ষ অনেক মহিলা নিয়ে আমাদের উপরে হামলা চালাতে আসে। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের মানসম্মান নষ্ট করার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিবে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বলেন,থানা দ্রুত বিচার আইনে একটি মামলা নেয়া হয়েছে। কয়েকজন আসামি গ্রেফতার করেছি বাকি আসামি গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।
দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: