বরগুনার পাথরঘাটায় রহস্যজনক বিষযুক্ত পানি খেয়ে পাঁচ স্কুলছাত্রী হাসপাতালে

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনকভাবে বিষ মিশ্রিত পানি পান করে ৫ জন ছাত্রী অসুস্থ হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


অসুস্থরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী, সাবিনা ও সুরাইয়া সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে ছাত্রী সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে পানি পান করে সাবিনা। পানির গন্ধ পেয়ে বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই পানি থেকে আরও ৪ ছাত্রী পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ হয়ে পরা ৪ শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা হঠাৎ করে ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। এরপর আমরা ষষ্ঠ শ্রেণির ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারের মধ্যে বিষ মিশ্রিত থাকার সত্যতা পাই। তাৎক্ষণিকভাবে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাই। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি রত ডাক্তার আল-আমিন জানান, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসা হলে আমরা তাৎক্ষণিক তাদের ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। এরপরও যদি প্রয়োজন হয়, আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করব।
এই ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, বিষপানে আক্রান্ত ছাত্রীদের অভিভাবকরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা দ্রুত ন্যায়বিচারের দাবি করেছেন। তারা চান ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- পাথরঘাটা
- স্কুলছাত্রী হাসপাতাল
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: