বাউফলে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূতি দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থনের বর্ষপূতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল ১০টার দিকে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার নাজিরপুরস্থ বাসভবন থেকে এক মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। বেলা সারে ১০টার দিকে বাউফল হাইস্কুল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মিছিল বের করে পৌরশহরের পাবলিক মাঠ সংলগ্ন ইসলামী আন্দোলন অফিসে যেয়ে শেষ হয়। বেলা সারে ১১টার দিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার নেতৃত্বধীন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
এরপর দুপুর ১২টার দিকে জামায়াতের ইসলামী বাউফল উপজেলার আমির মাও. মোঃ ইছাহাক এর নেতৃত্বে বাউফল সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাউফল
- জুলাই গণ-অভ্যুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: