• ঢাকা
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে বিপাকে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম
ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে বিপাকে

সাতক্ষীরা শ্যামনগরে দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত শ্যামনগরের ৭ টি পরিবার, আদম ব্যবসায়ী ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের, হাসান আলী মোড়লের ছেলে আব্দুল আলিম দীর্ঘদিন সৌদি আরব বসবাস করে আসছে গ্রামের গরীব অসহায় পরিবারের সন্তানদের টার্গেট করে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের জমি জায়গা বিক্রি করিয়ে সৌদি আরবের ফ্রি ভিসা দেওয়ার নাম করে কয়েক জনের কাছ থেকে ৫ লক্ষ করে টাকা নেয়।

কর্মসংস্থানের কোন ব্যবস্থা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের আশরাফ মোড়লের ছেলে শফিকুল ইসলাম ও বেশ কিছু যুবকের থেকে নানা প্রলোভন দেখিয়ে উন্নত জীবনের আশায় জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান। কয়েকজন ভুক্তভোগী সৌদি প্রবাসে গিয়ে বিগত প্রায় ৩ মাস ধরে চাকরি বদলে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখে অনাহারে অর্ধহারে মানবতার জীবনযপান করছিল। তারপর সেই খান থেকে পালিয়ে গিয়ে কয়েকজন যুবক সৌদিতে মানবতার জীবন পার করছেন।বলে স্থানীয় সাংবাদিকদের জানান মেজবাহ উদ্দিন নামে একজন ভুক্তভোগী। অসহায়ত্ব, নির্যাতন ও দালালের হয়রানি ও প্রতারনার কথা জানান।এই ঘটনায় আতঙ্কিত ও হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাদের পরিবার।

উক্ত ভুক্তভোগীরা সৌদি আরবে গিয়ে বর্তমানে মানবতার জীবন যাপন করছে এদের কাউকে আজ প্রায়১ বছরের মধ্যে কোন কাজ ও আকামা দেওয়ার কথা থাকলেও দালাল আলিম কিছু দেয়নি এখন এই ভুক্তভোগীদের সাথে দালাল আলিম কোন যোগাযোগ করছে না। যার ফলে ভুক্তভোগীরা সৌদি আরব শহর রিয়াদের সবচেয়ে বিপদজনক অবস্থায় গৃহবন্দী হয়ে আছে তারমধ্যে থেকে দুই একজন কাজের সন্ধানে বের হলেও পুলিশ তাদের নামে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সৌদি রিয়াল জরিমানা প্রদান করছে। যার ফলে এই প্রবাসীরা কখনো এই দেশে আসতে পারবে বলে সম্ভাবনা নেই। কারণ প্রবাসীদের বিমানে আসতে গেলে উক্ত জরিমানা সৌদি সরকারকে প্রদান করতে হবে যার বাংলাদেশ টাকা প্রায় ১০ লক্ষ টাকার সমান, তাই এই দালাল আলীমের হাত থেকে এই অসহায় প্রবাসীদের বাঁচার আকুতি প্রবাসীদের পরিবারসহ সবার একটাই দাবি আলিম সহ মানব পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

।এই বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান এই ধরনের অভিযোগ আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। তবে ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে। দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা 

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন