মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই কক্সবাজার ত্যাগ করেছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন।


হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। সারজিস আলম গাড়িযোগে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান, তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি।
হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা দুপুর ১২টা পর্যন্ত হোটেলের কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। তবে রাত সাড়ে ১২টার পরপরই সবাই দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন।
মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালিদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সারজিস আলমের স্ত্রী আয়শা খানম। প্রথম রাত তারা কাটান উখিয়ার ইনানীর সি পার্ল হোটেলে। বুধবার দুপুর পৌনে ১টায় সেখান থেকে চেক-আউট করে বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন প্রাসাদ প্যারাডাইজ হোটেলে ওঠেন।
তাদের আকস্মিক সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে—তারা নাকি আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গেছেন। এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন জানান, সি পার্ল হোটেলে পিটার হাস ছিলেন না। পুরো হোটেলে তখন মাত্র তিনজন চীনা নাগরিক ছিলেন।
তিনি বলেন, জেলা পুলিশের কাছে কক্সবাজার সফররত এনসিপি নেতারা কোনো ধরনের প্রটোকল চাননি, তবে নিরাপত্তা বিবেচনায় পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এ সফর নিয়ে বিতর্কের জেরে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কক্সবাজার
- এনসিপি নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: