মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে


বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এই আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়।
পরে ট্রাফিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন- অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান ও পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান রিংকু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল হক, এ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এবং যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া প্রমূখ।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: