মীরসরাইয়ে পানি নিষ্কাশন ও চলাচলের পথ বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি বিপাকে ১২ পরিবার

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের আব্দুল কাদের ভূঁইয়া বাড়ীর পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা থেকে চলাচলের ব্যাপক সমস্যা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ। উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির ১২ পরিবারের চালাচরের পথ ও পানি নিষ্কাশন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে ঐ বাড়ির আলী আকবর,গং।


আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির খাইরুল হোসেন বলেন আমাদের বাড়ীতে হালকা বৃষ্টি হলে পানি জমে যায়, আলী আকবর, নুর ছাপা,নুরুল হুদা প্রবাভ খাটিয়ে চলাচলের রাস্তা ও পানি যাওয়ার পথ বন্ধ করে দেয়, আমরা জিগাস্যা করলে আমাদের গায়ে হাত তুলে, আমার ভাই ইকবালকে, মেরে পেলতে চাইছে সেই মামলা এখনো চলমান, তারা কারো কথা শুনে না সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা ও শোনে না। সমাজ থেকে বার বার তাদের ডাকা হলেও তারা আসেনা, সমাজ থেকে তাদের নোটিশ করা হয়েছে সেই নোটিশের জবাব না দেওয়ায় সমাজ আমাদের কে আইনা আনুক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত দেন। আমরা সকলে মীরসরাই উপজেলা প্রশাসন অভিযোগ দায়ের করি।
স্থানীয় নুরজাহান বেগম জানায়, হাল্কা কালবৈশাখী হল এই অবস্থায় যদি এতদিন পানি জমে থাকে কিংবা পানি নিষ্কাশন না হয় তাহলে বর্ষার ভরা মৌসুমে আমরা এখানে বসবাস করতে পারবো না। অন্য দিকে এখানের পানি গুলো দূষিত হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এই পানি গুলো বর্তমানে নষ্ট হয়ে বিশ্রী দুর্গন্ধ অনুভব হচ্ছে। খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি।
পশ্চিম খৈয়াছড়া আদর্শ সমাজের সর্দার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন আলী আকবর, নুরুল হুদা, নুর ছাপা তারা পানি যাওয়ার পথ বন্ধ করে রেখেছে তারা কারো কথা শুনে না, বিগত কয় একবছর শালিশ বৈঠক হয়েছে তারা কারো কথা মানে না।
পানি ও রাস্তা বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে নুরের ছাপা বলে, আমরা পানি বন্ধ করি নাই আমাদের জায়গা আমার ভরাট করছি পানি যাওয়ার পথ নাই তাই পানি আটকে থাকে, আর রাস্তাটি আমাদের জায়গা তারা চলাচলের রাস্তা নাই আমাদের রাস্তা ব্যবহার করে।
মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন এই বিষয়ে অভিযোগ পেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিবো, পানি ও রাস্তা আটকে রেখে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেনা ৷


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- মীরসরাই
- পানি নিষ্কাশন
- দুর্ভোগ
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: