রাজশাহীতে জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতে রাসূল (সা.) সেমিনার ২০২৫ উৎসব মুখর পরিবেশে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


এদিকে উক্ত সীরাত মাহফিল আজ সকাল দশ টায় তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে জামায়াত উলামা বিভাগের আয়োজনে মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দাঁড়িপাল্লার একমাত্র এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তিনি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (সাবেক) চেয়ারম্যান অধ্যাপক ড. নিজাম উদ্দীন। রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.শফিকুল ইসলাম। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক বক্তব্য রাখেন।
অপরদিকে উক্ত সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষাবিভাগের চেয়ারম্যান ড. ওবাইদুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমির সাবেক ছাত্র নেতা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা অত্র উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আগামীর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রহিম, জামায়াতের মিডিয়া সেন্টারের সেক্রেটারি জুয়েল রানা সহ জামায়াত শিবিরের গুরুত্বপূর্ণ নেতারা উক্ত সীরাত সেমিনারে উপস্থিত ছিলেন। তবে এই সেমিনারে সীরাতের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দিকনির্দেশনা, সীরাতের শিক্ষা এবং সমাজ পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন (সাবেক) এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: