রিয়া মনি ও তার প্রেমিক ম্যাক্স অভির নামে মামলা করলেন হিরো আলম

স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১১ আগস্ট) নিজেই এ খবর নিশ্চিত করে হিরো আলম জানান, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে দুটি মামলা করতে চলেছেন। এর মধ্যে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে মামলার প্রস্তুতি চলছে।


গণমাধ্যমকে হিরো আলম জানান, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে দুটি মামলা করতে চলেছেন। এর মধ্যে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে মামলার প্রস্তুতি চলছে।
হিরো আলম বলেন, ‘ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে।
তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি রিয়া মনিকে ডিভোর্স দিইনি। রিয়া মনি আর ম্যাক্স অভি বন্ধু হলে তাদের কক্সবাজারে যেতে হবে কেন? আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক।’এর আগে, কক্সবাজারে রিয়া মনি ও তার প্রেমিক ম্যাক্স অভির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন হিরো আলম।
ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে তিনি অভিযোগ করেন, তার স্ত্রী প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে রাত কাটাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর হিরো আলমকে তালাক দেবেন বলে ঘোষণাও দেন রিয়া মনি।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রিয়া মনি
- ম্যাক্স অভি
- হিরো আলম
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: