• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না : আসিফ নজরুল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না : আসিফ নজরুল

জনগণের সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে হাজারের বেশি মানুষের জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গপ্রত্যঙ্গ হারানোর পর পরবর্তী সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশের জনগণ কখনো রাষ্ট্র সংস্কারের জন্য এত ত্যাগ শিকার করেনি।

তাই তাদের প্রত্যাশা উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না।’ তিনি আরো বলেন, ‘অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী দুই দশকেও আর সংস্কার করা যাবে না।’

আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগে রাজনৈতিক সরকারের কিছু প্রভাব থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু উদ্বেগের বিষয় হলো, অনেক সময় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ কাঠামো যে আইন করে, পরবর্তীকালে রাজনৈতিক সরকার এসে সংকীর্ণ স্বার্থে তা বাতিল করে দেয়।

এই ধরনের চর্চা রাষ্ট্রকে অকার্যকর করে তোলে।’ এই পুনরাবৃত্তি রোধ করতে এবং আইনের স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন আইন চূড়ান্ত করার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।

উপদেষ্টা বলেন, ‘নিম্ন আদালতে এমন অভিযোগ প্রায়ই শোনা যায় যে সরকারি উকিল হওয়া সত্ত্বেও অনেকে আর্থিক প্রলোভনে পড়ে প্রতিপক্ষের হয়ে কাজ করেন। এটি বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন