• ঢাকা
  • রবিবার, ১০ আগষ্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সালাহউদ্দিনকে ২০২৭ পর্যন্ত রাখছে বিসিবি, বাড়ছে বেতনও


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম
সালাহউদ্দিনকে ২০২৭ পর্যন্ত রাখছে বিসিবি, বাড়ছে বেতনও

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও।

গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাহউদ্দিন। প্রথমে চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। সেই মেয়াদ শেষ হলেও তাকে দায়িত্বে রেখেছিল বিসিবি। অনেক দিন ধরেই বোর্ড জানিয়ে আসছিল, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় তারা।

জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী সালাহউদ্দিনকে প্রতি মাসে দেওয়া হতে পারে প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা। আগের চুক্তিতে তার মাসিক বেতন ছিল ৮ লাখ টাকা।

ডেভিড হেম্প দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সাময়িকভাবে দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন সালাহউদ্দিন। তবে বেশ কয়েকটি সিরিজে ব্যাটারদের ব্যর্থতার পর তার ওপর সমালোচনার তীর ছোঁড়া হয়। তারপরও তার প্রতি আস্থা রেখেছে বোর্ড।

সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, 'ব্যাটিং কোচকে আমরা লম্বা সময়ের জন্য রাখি। কারণ এটা একটা লম্বা প্রক্রিয়া। সালাউদ্দিন ভালো করছে, সিরিজের মাঝখানে কমেন্ট করব না। এই মুহূর্তে তাকে পরিবর্তনের চিন্তা নেই।'

যদিও সালাহউদ্দিনের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই তাকে নতুন নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও সেটি তখন হয়নি। এরপর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাজ করলেও চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা গেছে, মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই সালাহউদ্দিনকে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এর আগে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বোর্ড। নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচ শন টেইটকেও। গুঞ্জন আছে নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন