• ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান

অদ্য ২৯ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার ১০ ঘটিকার সময় মাননীয় কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে কর্নেল হারুনুর রশিদ খান বরগুনা জেলার সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মাননীয় উপদেষ্টা কর্নেল হারুনুর রশিদ খানের কথাগুলো গুরুত্ব সহকারে  শোনেন এবং বরগুনা জেলার ডিসি, এসপি এবং কৃষি কর্মকর্তার সাথে সরাসরি মুঠো ফোনে কথা বলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। 

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে কর্নেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ খান  বলেন,আমি আজকে কৃষি  ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি।

এ সময় আমি বরগুনার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি।

কৃষি বিষয়ে কৃষি উপদেষ্টা কে আমি বরগুনার কৃষকদের সমস্যা তুলে ধরেছি। বরগুনার মাটি  অনেক লবণাক্ত তাই কৃষকের অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়।কৃষকদের অনেক সময় সার সংকটে পড়তে হয়। কৃষি উপদেষ্টা মহোদয় খুব গুরুত্ব সহকারে আমার কথা শ্রবণ করেছেন এবং বরগুনা জেলা কৃষি কর্মকর্তাকে সমস্যার সমাধানের জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। এছাড়াও আমি স্বরাষ্ট্র উপদেষ্টা কে বরগুনার মাদক এবং চাঁদাবাজি বিষয়ে অবহিত করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমার সামনেই বরগুনা জেলার ডিসি এবং এসপিকে মুঠোফোনে কল দিয়ে মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো ভাবে অপারেশন পরিচালনায় নির্দেশ প্রদান করেন।

এরপর আমি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি সেখানে গিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জন্য একটি আই সি ইউ নির্মাণের জন্য প্রস্তাব করেছি, ব্ল্যাড রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা করার জন্য প্রস্তাব করেছি। যেহেতু বরগুনায় প্রায় ১২  লক্ষাধিক মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন রোগীদের চিকিৎসার সুবিধার্থে ২৫০ শয্যা থেকে আরো কিছু বেশি শয্যা বৃদ্ধি করার জন্য  প্রস্তাব করেছি।এছাড়াও বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  নবনির্মিত ভবনের কাজ স্থগিত আছে কাজটি পুনরায় শেষ করার জন্য প্রস্তাব করেছি। স্বাস্থ্য অধিদপ্তর আমার প্রস্তাবগুলো গ্রহণ করেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য বিভাগ এগুলোর ব্যবস্থা করে দিবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন