• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

Advertise your products here

  1. রাজধানী

৬ মুসল্লি মারা গেছেন বিশ্ব ইজতেমায়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম
৬-মুসল্লি-মারা-গেছেন-বিশ্ব-ইজতেমায়
ফাইল ফুটেজ

বিশ্ব ইজতেমায় গাজীপুরের টঙ্গীতে প্রথম দুই দিনে মৃত্যু হয়েছে ছয় জন মুসল্লির। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে বার্ধক্যের কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত। 

মৃত মুসল্লিরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রাজ্জাক (৭০) ও নরসিংদীর মনোহরদী থানার হাবিবুর রহমান হবি (৭০)।মাওলানা মোহাম্মদ শাকের ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা মোহাম্মদ শাকের বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক, শুক্রবার দিবাগত রাত ৯টায় মোফাজ্জল হোসেন, এবং হাবিবুর রহমান মারা গেছেন শনিবার সকাল সাড়ে ৭টায়। তারা প্রত্যেকেই মারা গেছেন বার্ধক্যজনিত কারণে।

তিনি আরও বলেন, মৃতদের জানাজা শেষে ইজতেমা ময়দানে মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এর আগে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০) নামে মুসল্লির মৃত্যু হয় শুক্রবার বিকেলে।

 

পুনরুত্থান/সালেম/সাকিব/এসআর

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন