‘এই সন্তানরা আমাদেরই সন্তান, দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো’
.jpg.webp)
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও।
বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।
অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো।
ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’


পূজা চেরি লিখেছেন, ‘হে সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করো।’ এরপর আরেক পোস্টে অভিনেতা জিয়াউল হক পালাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা লিখেন, ‘কি ভয়াবহ খবর! মাইলস্টোন কলেজ উত্তরার শিশু, শিক্ষক এবং অভিভাবকদের জন্য প্রার্থনা।’
অভিনেতা তৌসিফ মাহবুব লিখেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান…’
শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
আল্লাহ সবাইকে হেফাজত করুণ। কোনো মায়ের বুক খালি যেনো না হয়। কোমলমতি বাচ্চারা ওখানে পড়াশুনা করে। ওদের নিরাপদ রাখো আল্লাহ।’


এরপর অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- প্রশিক্ষণ বিমান
- আগুন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: