‘বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলা যাবে না, সংশোধন হতে পারে’

বাহাত্তরের সংবিধান ৩০ লাখ মানুষের রক্তের অক্ষরে লেখা, তাই এই সংবিধান কোনোভাবেই বাতিল করা যাবে না বলে মত দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান।


গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আলোচিত এই রাজনীতিবিদ।
বাহাত্তরের সংবিধান বাতিলের দাবি জানিয়েছে কিছু রাজনৈতিক দল ও প্রেশার গ্রুপ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি চাই সংবিধানে কোনো গ্যাপ থাকলে তা ছুড়ে ফেলে দেওয়া নয়, সংশোধন করা হোক। প্রয়োজনে আরও দুইটা নীতি যোগ করা হোক, আমি তো না করি না।’
তবে সংবিধান সংশোধনের কাজ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নয়, বরং সংসদে আইন প্রণয়নের মাধ্যমে হওয়া উচিত বলে জোর দিয়েছেন ফজলুর রহমান, ‘কিন্তু এটা (সংবিধাব সংশোধন) হতে হবে সংসদের মাধ্যমে। সংসদের আইনের মাধ্যমে এটা হতে হবে। এতে আমার কোনো আপত্তি নেই।’
এদিকে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এই আলোচিত রাজনীতিবিদ বলেছেন, ‘আমি চাই এই দেশ সুস্থ অবস্থায় আসুক। এই দেশের বাজারে গেলে আগুন লাগছে, রাজনীতিতে আগুন লাগছে। এই দেশের সমাজে আগুন লাগছে। এই দেশের কোনো মানুষ নিরাপদ না। ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেদের লাঠিপেটা খাইতে হয়, আমি এটা চাই না। আমি চাই এই দেশ শান্ত থাকুক।’
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের শাস্তি পেয়েছেন ফজলুর রহমান। বিএনপিতে তার সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বাহাত্তরের সংবিধান
- সংশোধন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: