• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ওয়ার্ড থেকে ওয়ার্ডে বরগুনা ২ আসনের মানুষের হৃদয়ে কর্নেল হারুন(অবঃ)


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৬ পিএম
ওয়ার্ড থেকে ওয়ার্ডে বরগুনা ২ আসনের মানুষের হৃদয়ে কর্নেল হারুন(অবঃ)

বরগুনা জুড়ে এখন এক নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশীদ খান (psc, MSc, UNBM) ওয়ার্ড থেকে ওয়ার্ড, গ্রাম থেকে গ্রাম ঘুরে মানুষের সাথে সরাসরি যোগাযোগ করছেন, পৌঁছে যাচ্ছেন একেবারে তৃণমূল পর্যায়ে।

যেখানেই যাচ্ছেন, সেখানেই একটাই সাড়া — সম্মান, ভালোবাসা এবং তার সততা, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি গভীর আস্থা। আজ কৃষক, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে এমনকি যারা আগে অন্য দলকে সমর্থন করতেন তারাও এগিয়ে এসে বললেন: “আমরা এখন আর কোনো দল দেখি না। আমরা এমন একজন নেতা চাই, যাকে আমরা বিশ্বাস করতে পারি।

আমরা এমন একজন মানুষ চাই, যিনি সততা ও শৃঙ্খলার সাথে দেশকে সেবা দিয়েছেন। আমরা কর্নেল হারুনুর রশীদ খানকেই চাই।” দীর্ঘ সামরিক সেবা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি অঙ্গীকার নিয়ে কর্নেল হারুন এখন বরগুনার মানুষের কাছে সততা ও আশার প্রতীক হয়ে উঠেছেন। প্রচারণা যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে একটাই বার্তা এই নির্বাচন নেতৃত্ব, সততা এবং জনগণের কণ্ঠের নির্বাচন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন