বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে জেলা জামায়াতের শুভেচ্ছা
বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় বরগুনা জেলা জামায়াতের আমীর ও বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, জেলা নায়েবে আমীর এস এম আফজালুর রহমান এবং জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক জনাব নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, জনাব হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং জনাব ফজলুল হক মাস্টারকে ১ম যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আমরা প্রত্যেককে পৃথকভাবে অভিনন্দন জানাই।
তারা আরও আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বরগুনা জেলা বিএনপি আরও সুসংগঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিবৃতিতে জেলা কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- বিএনপি
- জামায়াতের শুভেচ্ছা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: