শ্রীমঙ্গলে শ্মশান থেকে বিশাল অজগর উদ্ধার, ওজন প্রায় ২৫ কেজি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্মশান এলাকা থেকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সাপটির ওজন ছিল প্রায় ২৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৩ থেকে ১৪ ফুট।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে জেটি রোডের নাথ সম্প্রদায়ের শ্মশানে কয়েকজন ব্যক্তি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ তারা বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ ছেড়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা ফাউন্ডেশনকে খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক 'স্বপন দেব সজল' এবং পরিবেশকর্মী 'রাজদীপ দেব দীপ' দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটির পরিচয় নিশ্চিত করেন। তারা জানান, সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং এটি সাধারণত নির্বিষ প্রজাতির।
পরবর্তীতে অজগর সাপটিকে সাবধানে উদ্ধার করে নিরাপদে ফাউন্ডেশনের হেফাজতে আনা হয় এবং পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বনভূমি হ্রাস এবং প্রাকৃতিক আবাসস্থল সংকোচনের কারণে অনেক বন্যপ্রাণী এখন লোকালয়ে চলে আসছে। তারা এমন পরিস্থিতিতে সচেতন থাকার পাশাপাশি আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শ্রীমঙ্গল
- অজগর উদ্ধার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: